ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মোদিকে ফোন করবেন ট্রাম্প

প্রকাশিত: ০৮:৫৫ এএম, ২৪ জানুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পর যে কয়জন রাষ্ট্রনেতা তাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের মধ্যে একজন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুজনের বেশ বেশ ভালো সম্পর্ক। দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চান তারা। খবর দ্য হিন্দুর।

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর ট্রাম্প বেশ কয়েকজন রাষ্ট্রনেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এ তালিকায় মোদির নামও রয়েছে।

মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা অর্থাৎ ভারতীয় সময় রাত সাড়ে ১১টায় মোদিকে ফোন করবেন ট্রাম্প।

চলতি মাসের ২০ তারিখ শপথ গ্রহণের পর এ পর্যন্ত চারজন রাষ্ট্রনেতার সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প।

টিটিএন/পিআর

আরও পড়ুন