ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জেরুজালেমে শত শত বাড়ি নির্মাণ করছে ইসরায়েল

প্রকাশিত: ১০:৫১ এএম, ২২ জানুয়ারি ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথের দুই দিনের মাথায় জেরুজালেমে আবারো বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েল। রোববার জেরুজালেম পৌর-কর্তৃপক্ষ পূর্ব জেরুজালেমে নতুন করে বসতি স্থাপনের অনুমতি দিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, পূর্ব জেরুজালেমের তিনটি বসতিতে ৫৬০টির বেশি হাউজিং ইউনিট নির্মাণের অনুমোদন দিয়েছে পৌর কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার দুই দিন পর রোববার জেরুজালেম কর্তৃপক্ষ ভবন নির্মাণের ওই অনুমোদন দিয়েছে।

জেরুজালেমের পরিকল্পনা ও ভবন নির্মাণ কমিটির চেয়ারম্যান মেইর তুর্গম্যান ইসরায়েল রেডিওকে বলেন, ওবামা প্রশাসনের সময় ভবন নির্মাণের এ অনুমোদন স্থগিত ছিল; যা ইসরায়েলের বসতি স্থাপনকে সংকটাপন্ন করে তুলেছিল।

এসআইএস/আরআইপি

আরও পড়ুন