৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি
শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনি। রোববার মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলছে, দেশটিতে শক্তিশালী ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ভূমকিম্পের প্রভাবে আগামী তিন ঘণ্টার মধ্যে দেশটিতে ভয়াবহ সুনামি আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
ইউএসজিএস বলছে, পাপুয়া নিউ গিনির বোগেইনভিল দ্বীপের আরওয়ার ৪৭ কিলোমিটার পশ্চিমে শক্তিশালী ৮ মাত্রার ভূমকম্পন অনুভূত হয়েছে।
পাপুয়া নিউগিনিসহ আরো কয়েকটি দেশে ‘বিপজ্জনক সুনামি’ সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র । এতে বলা হয়েছে, আগামী তিন ঘণ্টার মধ্যে পাপুয়া নিউ গিনির উপকূলীয় অঞ্চলসহ, সলোমন দ্বীপ, নাউরু, পনপেই, কোসরা, ভানুয়াতু, চুক ও ইন্দোনেশিয়ায় সুনামি আঘাত হানতে পারে।
এসআইএস/এমএস