ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ট্রাম্পের শপথে হিলারি, সংঘর্ষে জড়িয়েছে ট্রাম্পবিরোধীরা

প্রকাশিত: ০৫:০০ পিএম, ২০ জানুয়ারি ২০১৭

৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সময় রাত ১১টায় শপথ নেবেন তিনি। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিতে স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে পৌঁছেছেন নির্বাচনে পরাজিত হিলারি ক্লিনটন।

এদিকে ট্রাম্পের শপথের আগে প্রতিবাদে মুখর হয়ে উঠেছে ওয়াশিংটন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, ওয়াশিংটনের বিভিন্ন স্থানে সংঘর্ষে জড়িয়েছে ট্রাম্পবিরোধীরা।

ট্রাম্পের ৯০ হাজারেরও বেশি সমর্থক কেপিটল ভবনের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন বলে প্রত্যাশা করছে রিপাবলিকান দলীয় নেতারা।

কেপিটল ভবনে যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস ট্রাম্পকে বাংলাদেশ সময় রাত ১১টায় শপথ বাক্য পাঠ করাবেন। এরপরই উদ্বোধনী ভাষণ দেবেন মার্কিন এ ধনকুবের। ভাষণের পর পরই প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পেনসিলভানিয়া অ্যাভেনিউয়ে যাবেন। সেখানে এক প্যারেডে অংশ নেবেন।

এসআইএস/জেএইচ

আরও পড়ুন