ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ট্রাম্পের অভিষেকের আনুষ্ঠানিকতা শুরু

প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২০ জানুয়ারি ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সময় রাত ১১টায় শপথ নেবেন তিনি।

দেশটির দুই মেয়াদে ক্ষমতায় থাকা ৪৪তম বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে দায়িত্ব নিচ্ছেন ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সঙ্গে শপথ নেবেন মাইক পেন্স।

trump

এদিকে ট্রাম্পের শপথের আগে প্রতিবাদে মুখর হয়ে উঠেছে ওয়াশিংটন। ওয়াশিংটন ডিসির কেপিটাল ভবনে যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করাবেন। এরপরই উদ্বোধনী ভাষণ দেবেন মার্কিন এ ধনকুবের।

ভাষণের পর পরই প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পেনসিলভানিয়া অ্যাভেনিউয়ে যাবেন। সেখানে এক প্যারেডে অংশ নেবেন।

ট্রাম্পের ৯০ হাজারেরও বেশি সমর্থক কেপিটাল ভবনের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন বলে প্রত্যাশা করছেন রিপাবলিকান দলীয় নেতারা।

সূত্র : রয়টার্স, দ্য গার্ডিয়ান।

এসআইএস/জেএইচ