ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

প্রবাসী রেমিট্যান্সের ওপর ফি ধার্য করবে সৌদি শূরা

প্রকাশিত: ০৯:২১ এএম, ১৯ জানুয়ারি ২০১৭

প্রবাসী রেমিটেন্সের ওপর ফি ধার্য নিয়ে একটি প্রস্তাবনা নিয়ে আলোচনা করবে সৌদির শূরা কাউন্সিল। প্রস্তাবনা অনুযায়ী, প্রথম বছরে রেমিটেন্সের ওপর ৬ শতাংশ হারে ফি ধার্য করা হয়েছে। তবে ক্রমান্বয়ে ওই ফি আরো বাড়ানো হবে। খবর সৌদি গ্যাজেটের।

সধারণ সভায় ওই প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হবে। শূরা কাউন্সিলের এক সদস্যের প্রস্তাবনার ভিত্তিতে সামনের সপ্তাহ থেকে প্রবাসীদের আর্থিক রেমিটেন্সের ওপর এই ফি ধার্য করা হবে।

জেনারেল অডিটিং ব্যুরোর (জিএবি) সাবেক প্রধান হুসাম আল-আনকারি এই প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাবনা অনুমোদন করেছে শূরার আর্থিক কমিটি।

আনকারির দাবি, এই প্রস্তাবনা সৌদিতে বসবাসকারী প্রবাসীদের উপার্জিত অর্থ খরচ করতে উৎসাহিত করবে। প্রস্তাবনার আওতায় সংগৃহীত ফি সৌদি অ্যারাবিয়ান মনিটারি অথোরিটির (সামা) ফান্ডে জমা করা হবে।

শূরা তথ্য অনুযায়ী, ২০০৪ সালে প্রবাসী রেমিটেন্স ছিল ৫৭ বিলিয়ন সৌদি রিয়াল যা ২০১৩ সালে বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ বিলিয়ন সৌদি রিয়াল।

টিটিএন/এমএস

আরও পড়ুন