বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সার্কাস
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় রিংলিং ব্রস সার্কাসের ১৪৬ বছরের পথ চলা বন্ধ হচ্ছে কয়েক মাসের মধ্যেই। টিকিট বিক্রি কমতে থাকায় এবং সার্কাস চালানোর খরচও না ওঠায় প্রদর্শনী বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
রিংলিং ব্রাদার্স আর ‘বারনাম অ্যান্ড বেইলি’র যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রদর্শিত হত ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। এ সার্কাসের জনপ্রিয়তায় অনুপ্রাণিত হয়ে হলিউড একটি ছবিও তৈরি করেছিল। সার্কাস কোম্পানির সিইও কেনেথ ফেল্ড এক বিবৃতিতে বলেন, ’গ্রেটেস্ট শো অন আর্থ এর শেষ প্রদর্শনী হবে চলতি বছরের মে মাসে।
অনেক চিন্তা-ভাবনার পর আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমরা ২০১৬ সালের সাফল্য বিবেচনা করে অগ্রীম টিকিট বিক্রি করার পরিকল্পনা করেছিলাম। তবে বর্তমান প্রজন্ম সার্কাসের মূল আনন্দটিই উপভোগ করতে পারে না।
এমআরএম/জেআইএম