ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

প্রথম আদিবাসী মন্ত্রী পাচ্ছে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৩:৫৬ এএম, ১৯ জানুয়ারি ২০১৭

অস্ট্রেলিয়ার প্রথম আদিবাসী মন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন কেন ওয়াইট। বয়স্ক সেবা ও আদিবাসী স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। খবর এবিসি নিউজের।

মন্ত্রিত্বের খবর প্রকাশের পর বিস্ময় প্রকাশ পেয়েছে খোদ ওয়াইটের কণ্ঠেও। তিনি নিজেই বলেছেন, রাজনৈতিক ক্যারিয়ারের এত অল্প সময়ে তিনি এটা প্রত্যাশা করেননি।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী সুসান লে’র পদত্যাগের পর মন্ত্রিসভায় এ রদবদল আসছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াইট লিখেছেন, এতে তিনি খুব সম্মানিত বোধ করছেন।

রাজনীতিতে সক্রিয় হওয়ারা আগে স্বাস্থ্য বিভাগে আদিবাসীদের স্বাস্থ্য বিষয়ে কাজ করেছেন তিনি।

এনএফ/আরআইপি