ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইতালিতে জোড়া ভূমিকম্পের আঘাত

প্রকাশিত: ১১:০৮ এএম, ১৮ জানুয়ারি ২০১৭

জোড়া ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠলো ইতালির মধ্যাঞ্চল। বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটের দিকে প্রথম ভূমিকম্প আঘাত হানে। এর ঠিক ৫০ মিনিট পর আবারো ভূকম্পনে কেঁপে উঠেছে ইতালি। মধ্যাঞ্চলের এ ভূমিকম্প অনুভূত হয়েছে দেশটির রাজধানী রোমেও।

জার্মানির ভূমিকম্প গবেষণা কেন্দ্র বলছে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ২৫মিনিটে ইতালির আমাট্রিসের উত্তরাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

এর ৫০মিনিট পরে একই মাত্রার ভূকম্পনে আবারো কেঁপে উঠে আমাট্রিস।

গত বছর পাহাড়ি অঞ্চল আমাট্রিসে অন্তত তিনটি ভূমিকম্প আঘাত হানে। এতে ৩ শতাধিকের বেশি মানুষের প্রাণহানি ও অনেক পুরনো ভবন ক্ষতিগ্রস্ত হয়।

সূত্র : দ্য টেলিগ্রাফ।

এসআইএস/এমএস

আরও পড়ুন