ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এবার কংগ্রেসের সঙ্গে জোট বাঁধছেন অখিলেশ

প্রকাশিত: ০৮:৫২ এএম, ১৭ জানুয়ারি ২০১৭

অনেক টানাপোড়েনের পর এবার বুঝি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একরকম স্পষ্ট হচ্ছে যে, উত্তরপ্রদেশে ক্ষমতা ধরে রাখতে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধছেন অখিলেশের সমাজবাদী দল (সপা)।

রাহুল গান্ধীকে আশ্রয় করে বিরোধী দলকে পরাজিত করতে চান অখিলেশ। দু’একদিনের মধ্যেই দু’দলের জোটের বিষয়ে কংগ্রেসের তরফ থেকে ঘোষণা দেয়া হবে। তবে ইতোমধ্যেই আজ দিল্লি সংবাদ সম্মেলনের মাধ্যমে অখিলেশের কংগ্রেসে যোগ দেয়ার বিষয়ে জানানো হয়েছে। আরো একবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হতে চান অখিলেশ। আর সে কারণেই কংগ্রেসের সঙ্গে জোট বাঁধলেন।

কংগ্রেসের সঙ্গে আগাগোড়াই জোট বাধঁতে চেয়েছিলেন অখিলেশ। কিন্তু বাবা মুলায়ম সিংয়ের কারণেই সেটা হয়নি। এর মধ্যেই গতকাল নির্বাচন কমিশন অখিলেশকেই সপার প্রতীক দিয়েছে। তারপরেই কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার সিদ্ধান্ত নেন তিনি।

সপার তরফ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই একইসঙ্গে নির্বাচনী প্রচারণা এবং বিভিন্ন সভায় দেখা যাবে রাহুল এবং অখিলেশকে।

টিটিএন/পিআর

আরও পড়ুন