ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্রাজিলে কারাগারে দাঙ্গায় ২৬ বন্দী নিহত

প্রকাশিত: ০৭:৫৮ এএম, ১৬ জানুয়ারি ২০১৭

ব্রাজিলের নাটাল শহরের একটি কারাগারে দাঙ্গায় অন্তত ২৬ বন্দী নিহত হয়েছেন। এদের মধ্যে কমপক্ষে তিনজনের শিরশ্ছেদ করা হয়েছে।

নতুন বছর শুরুর পর থেকে দেশটির বিভিন্ন কারাগারে প্রতিদ্বন্দ্বী মাদক চোরাচালান চক্রের সদস্যদের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১৪০ জনের প্রাণহানি ঘটেছে।

inmates
ছবি : নিহতদের মরদেহ নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, রিও গ্রানাদে দো নর্তে রাজ্যের ওই কারাগারে শনিবার রাতে সংঘর্ষ শুরু হয়। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ১৪ ঘণ্টা ধরে চলমান দাঙ্গা নিয়ন্ত্রণে আনেন।

এর আগে রাজ্যের নিরাপত্তা অফিস কারাগারে দাঙ্গায় ২৭ জনের নিহতের তথ্য জানালেও পরে একজনের সংখ্যা কমিয়ে আনা হয়।

রিও গ্রানাদে দো নর্তে রাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, শনিবার রাতে নাটাল শহরের কাছের আলকাকুজ কারাগারে দুটি প্রতিদ্বন্দ্বী মাদক গ্রুপের মধ্যে দাঙ্গা শুরু হয়।

inmates
ছবি : কারাগারের বাইরে নিহত বন্দীদের স্বজনদের অপেক্ষা।

রাজ্যের নিরাপত্তা প্রধান সিয়াও সিজার বেজেররা বলেন, কারাগারের দাঙ্গা নিয়ন্ত্রণে আনার জন্য কর্মকর্তারা রোববার ভোর পর্যন্ত অপেক্ষা করেছিলেন। বন্দীদের প্রতিরোধ ছাড়াই আমরা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি।

দেশটির অন্যান্য কারাগারের ন্যায় আলকাকুজে ধারণক্ষমতার চেয়ে অধিকসংখ্যক বন্দী রয়েছে। ৬২০ জনের ধারণক্ষমতা থাকলেও কারাগারটিতে বন্দীর সংখ্যা এক হাজারেরও বেশি।

এক কর্মকর্তা বলেছেন, নিহতদের মধ্যে তিনজনের শিরশ্ছেদ করেছে প্রতিদ্বন্দ্বী গ্রুপের সদস্যরা। এর আগে চলতি মাসেও দেশটির অপর একটি কারাগারে একই ধরনের দাঙ্গা হয়।

সূত্র : ডেইলি মেইল।

এসআইএস/এমএস

আরও পড়ুন