ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতের ৫৭ নৌকা ফেরত দিল পাকিস্তান

প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২১ মার্চ ২০১৫

জলসীমা আইন লঙ্ঘন করার অভিযোগে প্রায় এক বছর আগে জব্দ করা ৫৭ টি মাছ ধরা নৌকা ভারতের কাছে ফেরত দিয়েছে পাকিস্তান। শনিবার নৌকাগুলো হস্তান্তর করা হয় বলে পাকিস্তান সরকার নিশ্চিত করেছে। খবর ডন নিউজ।

খবরে বলা হয়, সম্প্রতি কিছু ভারতীয় কূটনীতিক ইসলামাবাদ সফর করার পরই নৌকাগুলো হস্তান্তর করা হলো। এ ঘটনা দুই দেশের বৈরী সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শুভ উদ্যোগের অংশ হিসেবেই সরকার ভারতের নৌকাগুলো ফেরত দিয়েছে। পাকিস্তানের সামদ্রিক নিরাপত্তা সংস্থার সদস্যরা ওই নৌকাগুলো জব্দ করেছিল।

প্রসঙ্গত, আরব সাগরে দুইদেশের জলসীমা সঠিকভাবে চিহ্নিত না থাকার কারণে প্রায় দেশ দুটি একে অপরের জেলে আটক বা মাছ ধরার নৌকা জব্দ করে থাকে।

এএইচ/পিআর