ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লিবীয় উপকূলে নৌডুবি : নিখোঁজ ১০০ শরণার্থী

প্রকাশিত: ০২:৫৫ এএম, ১৫ জানুয়ারি ২০১৭

লিবীয় উপকূলে নৌকাডুবির ঘটনায় প্রায় ১শ’ শরণার্থী নিখোঁজ হয়েছে। ইতালীয় উপকূলরক্ষীরা ইতোমধ্যেই শরণার্থীদের খোঁজে অভিযান শুরু করেছেন। তারা জানিয়েছেন, এখন পর্যন্ত আটটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরো চার শরণার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির।

তবে এখনো পর্যন্ত বহু শরণার্থী নিখোঁজ রয়েছে। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

লিবীয় উপকূল থেকে ৩০ মাইল দূরে লিবিয়া এবং ইতালির মাঝামাঝি স্থানে শরণার্থীদের বহনকারী নৌকাটি ডুবে যায়। ওই নৌকায় থাকা শরণার্থীরা কোন দেশের নাগরিক সে বিষয়ে জানা যায়নি।

এর আগে শুক্রবার ভূমধ্যসাগর থেকে প্রায় ৫৫০ শরণার্থীকে উদ্ধার করেছে ইতালীয় উপকূলরক্ষীরা।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, এ বছরের শুরুতেই ১ হাজারের বেশি শরণার্থী সাগরপথে ইউরোপে পাড়ি দিয়েছে।

ইউএনএইচসিআর আরো জানিয়েছে, গত বছর ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি দিতে গিয়ে প্রায় ৫ হাজার শরণার্থীর মৃত্যু হয়েছে।  

টিটিএন/এমএস

আরও পড়ুন