ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আমেরিকায় হামলা চালাতে প্রস্তুত উত্তর কোরিয়া

প্রকাশিত: ০৫:৩০ এএম, ২১ মার্চ ২০১৫

ব্রিটেনে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত হিউন হাক বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু বোমা আছে এবং আমেরিকা হামলা চালালে তার জবাবে পরমাণু বোমা ব্যবহার করার প্রস্তুতি দেশটি নিয়ে রেখেছে। স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন হিউন হাক।

তিনি বলেন, একমাত্র আমেরিকাই পরমাণু ব্যবহারে সক্ষম দেশ নয়। উত্তর কোরিয়ার যেকোনো সময় পরমাণু বোমবাহী ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ক্ষমতা রয়েছে। প্রতিরক্ষার স্বার্থে প্রচলিত অস্ত্রও ব্যবহার করবে পিয়ংইয়ং।

হিউন হাক বলেন, উত্তর কোরিয়ার জনগণ শান্তি ভালবাসে, তারা যুদ্ধ চায় না। কিন্তু উত্তর কোরিয়ার জনগণ যুদ্ধকে ভয়ও পায় না। উত্তর কোরিয়ার সরকারের নীতিও তাই বলে উল্লেখ করেন তিনি।

আমেরিকা ও দক্ষিণ কোরিয়া যখন যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তখন এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন উত্তর কোরিয়ার প্রবীণ কূটনীতিবিদ।

চলতি মাসের ২ তারিখ থেকে শুরু হওয়া এ মহড়া আট সপ্তাহ চলবে। মহড়ায় দক্ষিণ কোরিয়ার ১০ হাজার এবং আমেরিকার আট হাজার সেনা অংশ নিয়েছে।

বিএ/আরআইপি