ধূমপানমুক্ত হচ্ছে দার্জিলিং
দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে আরাম করে সিগারেটে সুখটান? এবার থেকে আর হচ্ছে না সেটা। লুকিয়ে সিগারেট ধরালেও এবার গুনতে হবে জরিমানা। শুধু সিগারেট নয়, তামাক বা অন্য কোনো মাদক গ্রহণ করলেও জরিমানা গুনতে হবে। স্কুল-কলেজের দুশ মিটারের মধ্যে কোনো দোকানে তামাকজাত সামগ্রী বিক্রিও করা যাবে না।
ভারতের পশ্চিমবাংলা রাজ্যের দার্জিলিং জেলাটি শিগগিরই ধূমপানমুক্ত ঘোষণা করা হবে। ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে সরকারিভাবে এ ঘোষণা দেয়া হবে।
ইতোমধ্যেই দাজিলিংয়ের ম্যাল, মিরিক লেকসহ বিভিন্ন পর্যটন এলাকা ধূমপানমুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। সরকারি অফিস চত্বর কিংবা স্কুল-কলেজের পাশে, হাট-বাজারের মধ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।
কেউ আইন অমান্য করছে কি না তা দেখার জন্য রাস্তায় নামানো হয়েছে বিশেষ স্কোয়াড। সেই স্কোয়াডে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, পুলিশ, স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা থাকছেন। জেলা প্রশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, ধূমপান করায় এ পর্যন্ত দেড়শ জনের বেশি মানুষকে জরিমানা করা হয়েছে। প্রকাশ্যে ধূমপান করলেই ২গগ টাকা জরিমানা করা হচ্ছে। সঙ্গে প্রচারণাও চালানো হচ্ছে।
টিটিএন/আরআইপি