ইয়াজিদি সম্প্রদায়ের ৮০ জনকে হত্যা
ইসলামিক স্টেট বা আইএস-এর জঙ্গীরা শুক্রবার ইরাকের সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের অন্তত ৮০ জনকে হত্যা করেছে বলে জানা গেছে। উত্তরাঞ্চলের সিনজির শহরের কাছে কোচো নামের একটি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এছাড়া এসময় অনেক নারী ও শিশুকে অপরহণ করে নিয়ে গেছে জঙ্গীরা।
অন্যদিকে বাগদাদের কাছাকাছি এলকায়তেও সুন্নী অধ্যুশিত আনবার প্রদেশে আলাদা আলাদা ভাবে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
ইরাকে আইএস-এর চলমান সহিংসতা ঠেকাতে গতকাল সর্বসম্মতিক্রমে একটি রেজুলিউশন গ্রহণ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রেজুলিউশনের খসড়াটি তৈরি করেছে ব্রিটেন।
সুন্নী জঙ্গী গোষ্ঠি আইএস-এর জঙ্গীদেরকে অর্থ দিয়ে বা অস্ত্র দিয়ে বা লোকবল দিয়ে যারা সহযোগীতা করছে এরকম ছয় ব্যক্তির উপরে এই রেজুলিউশনে নানাবিধ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
আইএস এর সঙ্গে সম্পৃক্ত ছয় ব্যক্তির আন্তর্জাতিক ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা এবং তাদের সম্পদ জব্দ করার কথা ঘোষণা দিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ দূত মার্ক লেইল গ্রেন্ট বলেছেন, এই রেজুলিউশনের কার্যকর ফল পেতে কিছু সময় লাগবে। এই রেজুলিউশন নাটকীয়ভাবে রাতারাতিই পরিস্থিতি পাল্টে দেবে না। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে সঙ্গে নিয়ে আরও কিছু কাজ করতে হবে।
তবে, দীর্ঘকালীন সেই কর্মপন্থা ঠিক করার জন্যই এটি হচ্ছে প্রথম পদক্ষেপ। বিবিসি