ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তিউনিসিয়ার জাদুঘরে হামলার দায় স্বীকার আইএস-এর

প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১৯ মার্চ ২০১৫

তিউনিসিয়ার জাদুঘরে হামলার দায় স্বীকার করেছে আইএস জঙ্গিগোষ্ঠি। বৃহস্পতিবার এক অডিও বার্তায় তারা হামলার দায় স্বীকার করে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। এদিকে, হামলায় জড়িত সন্দেহে এদিন নয় ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

এদের মধ্যে চারজন সরাসরি হামলায় অংশ নিয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। এছাড়াও, তিউনিসিয়ার বড় শহরগুলোতে সেনা মোতায়েন করেছে দেশটির সরকার।

এর আগে, জাদুঘরে হামলা চালানো দুই বন্দুকধারীর পরিচয় শনাক্ত করে তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনী। তাদের নাম ইয়াশিন লাবিদি ও হাতেম খাচনাউয়ি। এদের মধ্যে একজনকে আগে থেকেই গোয়েন্দা সংস্থাগুলো চিনতো বলে জানিয়েছে তিউনিশিয়া কর্তৃপক্ষ। তবে তাদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এসআরজে