ওবামার শেষ ভাষণে দেখা যায়নি মেয়ে সাশাকে
আর মাত্র ৮ দিন বাকি আছে। তারপরই হোয়াইট হাউস ছেড়ে সপরিবারে ভাড়া বাড়িতে উঠবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে শিকাগোয় আবেগতাড়িত ভাষণ দিয়ে নিজে কেঁদে হাজার হাজার মানুষকে কাঁদিয়েছেন ওবামা।
বিশ হাজারের বেশি মানুষ সরাসরি সামনে বসে ওই ভাষণ শুনেছেন। সেখানে ডেমোক্রেটরা ছাড়াও ওবামাপত্নী মিশেল এবং কন্যা মালিয়া উপস্থিত ছিলেন। বক্তৃতা শেষে হাত ধরে মঞ্চে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ওবামার পরিবারকে।
তবে সব কিছু ছাপিয়ে ঘুরে ফিরে একটা কথায় এসেছে সবার মনে। ওবামার শেষ ভাষণে দেখা যায়নি মেয়ে সাশাকে। বাবার বিদায়ী ভাষণের থেকে গুরুত্বপূর্ণ কী আছে যে তিনি সেখানে উপস্থিত ছিলেন না? সামাজিক মাধ্যমে এমন প্রশ্নই তোলপাড় হয়েছে।
তবে এ নিয়ে হোয়াইট হাউসের তরফ থেকেই সব কিছু খোলাসা করা হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, সাশার স্কুলের পরীক্ষা চলছে। যেদিন ওবামা ভাষণ দিয়েছেন সেদিন সকালেও পরীক্ষা ছিল তার। সে কারণেই ওয়াশিংটন ছেড়ে শিকাগো যেতে পারেননি সাশা। ১৫ বছর বয়সী সাশা ওয়াশিংটনের সিডওয়েল ফ্লেন্ডস স্কুলে পড়ছেন।
টিটিএন/আরআইপি