দুই কোরিয়াকে আলোচনায় বসার আহ্বান পোপের
শক্তি প্রদর্শনের পরিবর্তে দুই কোরিয়াকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন ভ্যাটিকানের পোপ ফ্রান্সিস। পাঁচদিনের সফরকালে দক্ষিণ কোরিয়ায় বৃহস্পতিবার এ আহ্বান জানান তিনি। খবর বিবিসির।
এদিকে পোপের এ আহ্বানের কয়েক ঘণ্টা আগে স্বল্প মাত্রার কয়েকটি রকেট ছুড়েছে উত্তর কোরিয়া। ২০১৩ সালের মার্চে পোপের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম দক্ষিণ কোরিয়া সফর করলেন ফ্রান্সিস। ২৫ বছরের মধ্যে ভ্যাটিকানের কোনো পোপ প্রথমবারের মতো দেশটিতে সফর করলেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জৈন-হে ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে পোপ কোরীয় উপদ্বীপ অঞ্চলে স্থিতাবস্থার প্রতি জোর দেন। দুই দেশের মধ্যে যুদ্ধভাব পরিহার করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনের আহ্বান জানান তিনি।