ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মমতাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ

প্রকাশিত: ০৬:১৭ এএম, ১৯ মার্চ ২০১৫

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূত আব্দুল বাসিত। বুধবার কলকাতার এক বণিক সভার অনুষ্ঠান শেষে তিনি সস্ত্রীক দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

পাক রাষ্ট্রদূত আব্দুল বাসিত জানান, মমতাকে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছি। তবে, তার সফরের দিনক্ষণ এখনো ঠিক হয়নি।

বণিক সভার অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তান গত ১০ বছরে অনেকটাই পাল্টেছে। ২০ বছর আগে যেমন ছিল এখন আর তেমন নেই। লাখভি প্রসঙ্গে তিনি বলেন, লাখভি যদি জামিন পেয়েও যায়, তাকে বড় করে দেখার কিছু নেই। এখনো বিচার চলছে তার।

আব্দুল বাসিত কলকাতায় এমসিসি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সভায় ভারত-পাক বাণিজ্য ও আর্থিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন।

বণিক সভার প্রেসিডেন্ট অরুণ কুমার শরাফ বলেন, পশ্চিমবঙ্গে এখন বিনিয়োগের সুপরিবেশ আছে। খাদ্য প্রক্রিয়াকরণ, ভারী শিল্প-কারখানা, আইটি, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ হতে পারে।

বিএ/এমএস