ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানে বিচারকের বাড়িতে শিশু গৃহকর্মী নির্যাতন

প্রকাশিত: ০৬:৫৫ এএম, ১০ জানুয়ারি ২০১৭

পাকিস্তানে এক বিচারকের বাড়িতে ১০ বছর বয়সী এক গৃহকর্মীর ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। শিশুটিকে পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। মেয়েটির হাতে এবং পায়ে পোড়া দাগ রয়েছে। খবর বিবিসির।

পুলিশ বলছে, মেয়েটি ইসলামাবাদের বিচারক রাজা খুররম আলী খানের বাসায় দু’বছর ধরে কাজ করছে। তবে শিশুটিকে নির্যাতনের বিষয়ে ওই বিচারকের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

শিশু গৃহকর্মীর ওপর নির্যাতনের ওই ঘটনায় পাকিস্তানজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, পাকিস্তানের শ্রম আইনে শিশু নির্যাতনের বিষয়টি উপেক্ষা করা হয়েছে। সেখানকার অনেক শিশুই খুব অল্প বয়স থেকে রাস্তায় অথবা মধ্যবিত্ত বাড়িতে কাজ করছে।

পাকিস্তানে প্রায় ১ কোটি ২০ লাখ শিশু শ্রমিক রয়েছে বলে ধারণা করা হয়। এদের মধ্যে অনেকেই কঠিন এবং বিপজ্জনক পরিবেশে কাজ করছে।

গৃহকর্মী শিশুটির ওপর নির্যাতনের ঘটনা প্রথম প্রকাশ পায় ডিসেম্বরে। সামাজিক মাধ্যমে নির্যাতনের চিহ্নসহ শিশুটির ছবি প্রকাশ করা হয়।

এরপর ঘটনাটি দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়। তবে সেসময় মেয়েটি নিখোঁজ রয়েছে বলে জানানো হয়।

পরে রোববার ইসলামাবাদের উপকণ্ঠে মেয়েটিকে খুঁজে পায় পুলিশ এবং তাকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়। মেয়েটির শরীরে আঘাতের বিষয়ে বুধবার সুপ্রিম কোর্টে একটি প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

টিটিএন/জেআইএম

আরও পড়ুন