জামাইকে উপদেষ্টা করছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হচ্ছেন তার জামাই জ্যারেড কুশনার। জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে জ্যারেডের নাম ঘোষণা করেছেন ট্রাম্প নিজেই।
৩৫ বছর বয়সী জ্যারেড নির্বাচনেরও সময়ও ট্রাম্পর পক্ষে প্রচার-প্রচারণাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উপদেষ্টা হিসেবে নতুন যে দায়িত্ব পাচ্ছেন তিনি যুক্তরাষ্ট্রের দেশীয় ও বৈদেশিক নীতিতে তার প্রভাব থাকবে।
ইভাঙ্কা ট্রাম্পের স্বামী কুশনার মূলত একজন প্রোপার্টি ডেভলপার। অন্যান্য আরো ব্যবসার সঙ্গে জড়িত তিনি।
স্বজনপ্রীতির অভিযোগ এনে তাৎক্ষণিকভাবে এর বিরোধিতা করেছেন ডেমোক্রেটরা।
ট্রাম্প এর আগে কুশনারের প্রশংসা করে বলেছিলেন তাকে প্রশাসনে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দিতে পারলে তিনি গর্ববোধ করবেন।
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প।
কুশনারের আইনজীবী জানিয়েছেন, হোয়াইট হাউসে কোনো দায়িত্ব নিলে কুশনার রিয়েল এস্টেট ব্যবসার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।
এনএফ/এমএস