পাকিস্তানের বিমান বাহিনী প্রধান সোহাইল আমান
পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার মার্শাল সোহাইল আমান। বুধবার প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সোহাইলকে বিমান প্রধানের হিসেবে তাকে নিয়োগ দিতে পাক প্রেসিডেন্ট মামনুন হোসাইনের কাছে সুপাশির করলে তিনি তা গ্রহণ করেন। খবর এক্সপ্রেস টিব্রিউন।
পাকিস্তানের আইএসপিআর জানায়, সোহাইলকে বিমান প্রধান হিসেবে নিয়োগের ফলে তিনি সাবেক বিমান প্রধান এয়ার মার্শাল তাহির রফিক ভুট্টুর স্থলাভিষিক্ত হলেন।
উল্লেখ্য, পাকিস্তানের সেনা বাহিনীর পর বিমান বাহিনী এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেননা জঙ্গি দমনসহ বিভিন্ন অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি এখন বিমানবাহিনীও সমানভাবে দায়িত্ব পালন করছে।
এএইচ/আরআই