ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মেক্সিকোয় মার্কিন কনস্যুলেট কর্মকর্তা গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৬:৫৮ এএম, ০৮ জানুয়ারি ২০১৭

মেক্সিকোয় নিযুক্ত মার্কিন কনস্যুলেটের এক কর্মকর্তা অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন। মেক্সিকো বলছে, গুয়াদালাজারা শহরে মার্কিন কনস্যুলেটের ওই কর্মকর্তার বুকে গুলিবিদ্ধ হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে।  

মার্কিন দূতাবাস ও মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বলছে, মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম শহরটিতে শুক্রবার সন্ধ্যায় ওই কর্মকর্তার ওপর হামলা হয়েছে।

বিষয়টি সম্পর্কে জানেন এমন একটি সূত্র পরিচয় প্রকাশ না করার শর্তে বলেছেন, ওই কর্মকর্তা বুকে গুলিবিদ্ধ হয়েছেন।

মেক্সিকোর এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, আহত ওই কর্মকর্তার নাম কিস্টোফার অ্যাসক্রাফট। মার্কিন দূতাবাস বলেছে, এ বিষয়ে মেক্সিকোর আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

এদিকে, হামলাকারীর বিষয়ে তথ্য দিয়ে সহায়তাকারীকে ২০ হাজার মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

এসআইএস/এমএস

আরও পড়ুন