ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

রাশিয়াবিরোধীরা বোকা : ট্রাম্প

প্রকাশিত: ০২:৫৪ এএম, ০৮ জানুয়ারি ২০১৭

শুধুমাত্র বোকা ও নির্বোধরাই রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক তৈরির বিরোধিতা করতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন শনিবার তার হাতে তুলে দেয়া হয়েছে। এরপরই তিনি ওই মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া ধারাবাহিক টুইটে ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক রাখা ভালো বিষয়; এটি খারাপ কোনো কিছু নয়।

তিনি বলেন, এটি ছাড়াও আমাদের আরো অনেক সমস্যা আছে এবং বারাক ওবামা প্রশাসনের চেয়ে তার নেতৃত্বাধীন প্রশাসনের প্রতি রাশিয়া অারো বেশি শ্রদ্ধা করবে।

২০১৬ সালে মার্কিন নির্বাচনে ক্রেমলিনের হস্তক্ষেপের বিষয়ে একটি গোয়েন্দা প্রতিবেদন তার হাতে তুলে দেয়া হয়েছে। শুক্রবার ওই প্রতিবেদন তুলে দেয়া হলেও ট্রাম্পের চিন্তভাবনায় খুব কমই পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে।

সূত্র : এপি।

এসআইএস/এমএস

আরও পড়ুন