ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লিবিয়ায় ২০ চিকিৎসককে অপহরণ করেছে আইএস

প্রকাশিত: ০৫:৪৬ এএম, ১৭ মার্চ ২০১৫

লিবিয়ার সিরতে শহরের একটি হাসপাতাল থেকে ২০ চিকিৎসাকর্মীকে অপহরণ করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সোমবার ইবনে সিনা নামক ওই হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, দেশটির রাজধানী ত্রিপোলিতে ওই চিকিৎসকদের নেওয়ার জন্য একটি বাস অপেক্ষা করছিল। এ সময় আইএসের ৩০ জন বন্দুকধারী এসে হাসপাতালে হামলা চালায় এবং তাদের অপহরণ করে নিয়ে যায়।

তবে ওই চিকিৎসাকর্মীদের কেউই লিবিয়ার নাগরিক নন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদের বেশির ভাগই ফিলিপাইনের নাগরিক, অন্যরা ইউক্রেন, ভারত ও সার্বিয়ার।

হাসপাতালের এক কর্মকর্তা বলেন, সিরতে শহর ছেড়ে চিকিৎসাকর্মীরা চলে যাক, তা চায় না আইএস। এ ছাড়া আর কোনো হাসপাতাল নেই এখানে। আইএসের কোনো সদস্য আহত হলে তাদের দরকার পড়বে, এ জন্য তারা কর্মীদের নিয়ে গেছে বলে জানান ওই কর্মকর্তা।

বিএ/আরআইপি