ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

গুগল স্ট্রিট ভিউয়ে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তাজমহল

প্রকাশিত: ০৫:২১ পিএম, ১৬ মার্চ ২০১৫

এশিয়ায় কোন নিদর্শনটি ভার্চুয়াল স্পেসে সবচেয়ে বেশি লোকে খোঁজে বলুন তো? গুগল স্ট্রিট ভিউ বলছে সেটি বেশি দূরে নয়, প্রতিবেশী দেশ ভারতের আগ্রার তাজমহল।

এবছর গুগল স্ট্রিট ভিউতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সবচেয়ে বেশি দেখা হয়েছে এশিয়ার মধ্যে সম্রাট শাহজাহানের এই অমর স্থাপত্য নিদর্শনটিই। এমনকি বিশ্বের সবচেয়ে বেশি খোঁজা নিদর্শনের মধ্যেও অন্যতম এই তাজমহল।

কোরিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স এবং অবশ্যই বাংলাদেশ আর ভারত থেকে সবোর্চ্চ সংখ্যক মানুষ গুগল স্ট্রিট ভিউ এর মাধ্যমে দেখেছেন বিশাল, নান্দনিক, সাদা মার্বেলের ওপর সূক্ষ্ম কারুকার্যখচিত এই ঐতিহাসিক নিদর্শন।

এর আগের বছর জাপান ছিল বিশ্ব পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে। ফুজিয়ামা পর্বত আর হাশিমা দ্বীপের ধ্বংসাবশেষকে পেছনে ফেলে এবার তাজমহল উঠে এসেছে উপরে।

এসআরজে