দিল্লি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় লিঙ্গের কোটা
ভারতে হিজড়া বা বৃহন্নলাদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়ার পর এবার স্নাতকোত্তর কোর্সের ভর্তির আবেদনপত্রেও তৃতীয় লিঙ্গ ক্যাটেগরি বাছাইয়ের ব্যবস্থা চালু করল দিল্লি বিশ্ববিদ্যালয়। ভারতের বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মিডিয়া সমন্বয়কারী মলয় নিরভ জানান, চলতি বছরের আগামী শিক্ষাবর্ষ থেকে পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তির ফর্মে তৃতীয় লিঙ্গ বলে একটি পৃথক ঘর রেখেছে দিল্লি বিশ্ববিদ্যালয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীভূত আন্ডারগ্র্যাজুয়েট স্তরে ভর্তির ফর্মেও এই ব্যবস্থা রাখা হবে।
তবে এর ফলে অ্যাডমিশন ফর্মে যারা ‘তৃতীয় লিঙ্গ’ লেখা খোপে টিক চিহ্ন দেবে, তারা কী কী সুযোগ সুবিধা পাবেন, তা পরিষ্কার হয়নি।
এ সম্পর্কে মিডিয়া সমন্বয়কারী বলেন, তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের মতো রূপান্তরকামীদের কী কী সুবিধা দেওয়া হবে, সে ব্যাপারে কোনও নীতি এখনও স্থির করেনি ইউজিসি।
গত জুলাইয়ে ইউজিসি সব বিশ্ববিদ্যালয়কে নোটিস পাঠিয়ে বিভিন্ন স্কলারশিপ ও ফেলোশিপ স্কিমে বৃহন্নলাদের অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেয়। এর আগে ওই স্কিমে আবেদন করা পড়ুয়াদের হয় পুরুষ অথবা স্ত্রী ক্যাটেগরিতে নাম নথিভুক্ত করাতে হত।
উল্লেখ্য, এর আগে শিক্ষক নিয়োগের বিজ্ঞাপনেও ভারতের সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয় পুরুষ ও মহিলার পাশাপাশি ‘তৃতীয় লিঙ্গ’ প্রার্থীদেরও আবেদনের আহ্বান জানিয়েছে।