নিউ ইয়র্কে ট্রেন দুর্ঘটনায় আহত ১০০
নিউ ইয়র্কে একটি ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১শ’ জন আহত হয়েছে। দুর্ঘটনায় ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা মেঝেতে ছিটকে পড়েন।
ধীর গতির ওই ট্রেনটি ব্রকলিনের আটলান্টিক টার্মিনালে থামার সময় ওই দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনে থাকা যাত্রীরা এদিক সেদিকে ছিটকে পড়েন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুর্ঘটনায় কোনো যাত্রীই গুরুতর আহত হয়নি। ট্রেনটি একেবারে শেষ স্টপেজে থামার সময়ই ওই দুর্ঘটনা ঘটেছে। সেসময় অনেক যাত্রীই সিট থেকে দাঁড়িয়ে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। ফলে ট্রেনটি হঠাৎ করে থেমে যাওয়া যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের মেঝেতে ছিটকে পড়েন।
ওই দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা। টার্মিনালে দাঁড়িয়ে কফি খাচ্ছিলেন স্টেবেন মেডিনা। তিনি জানান, পুরো ট্রেনটি সজোরে ধাক্কা খেয়ে থেমে গেল। তিনি ভেবেছিলেন হয়তো বোমা বিস্ফোরিত হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে নিউ জার্সির হোবোকেনে একই ধরনের একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। ওই দুর্ঘটনা আরো ভয়াবহ ছিল। দুর্ঘটনায় রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা এক নারী প্রাণ হারায়।
টিটিএন/এমএস