ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

১৪৬তম জন্মদিন পালন

প্রকাশিত: ০৬:৩৮ এএম, ০৪ জানুয়ারি ২০১৭

এমবা গোতো ইন্দোনেশিয়ার সবচেয়ে প্রবীনতম নাগরিক। তার বয়স আনুমানিক ১৪৬ বছর। সম্প্রতি নিজের ১৪৬তম জন্মদিন পালন করেছেন তিনি।

১৮৭০ সালে জন্মেছিলেন এমবা গোতো। তবে ঠিক কত তারিখে জন্মেছিলেন তা মনে নেই তার। এমবা গোতো শুধু এইটুকুই মনে করতে পারেন তার বাবা-মা বলেছিলেন, বর্ষবরণের এক সন্ধ্যায় জন্ম হয়েছে তার। এটা মাথায় রেখেই প্রতি বছরের ন্যায় এ বছরও বর্ষবরণের দিনে তার জন্মদিন নিয়ে বেশ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

Embah

২০১০ সালে ইন্দোনেশিয়ার এক জরিপ অনুযায়ী সরকারিভাবেই এমবা গোতোর বয়স নথিভুক্ত করা হয়েছিল ১৪২ বছর। সেই হিসেবে তার বয়স এখন ১৪৮ বছর। তবে তার পরিবারের দাবি তার বয়স ১৪৬।

দীর্ঘ জীবনে চার স্ত্রী এবং দশ সন্তানের জনক এমবা। ১৯৮৮ সালে তার শেষ স্ত্রীর মৃত্যুর পর থেকেই নিঃসঙ্গ হয়ে গেছেন তিনি। তার এই দীর্ঘায়ুর রহস্য কি তা জানতে চাওয়া হলে এমবা গোতো আধো আধো সুরে জানান, ধৈর্য্যই তার দীর্ঘায়ুর একমাত্র কৌশল। তবে অনেকেই এমবা গোতোর বয়স নিয়ে একমত নন। তাদের ধারণা এমবার বয়সের হিসাবে কোনো ভুল হচ্ছে। নইলে এত বছর কেউ বেঁচে থাকে?

টিটিএন/জেআইএম

আরও পড়ুন