ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় সামরিক মহড়া শুরু

প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১৫ মার্চ ২০১৫

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ১০ দিনের সামরিক মহড়া শুরু করেছে। যুক্তরাষ্ট্রের হুমকির প্রেক্ষিতে দেশটি এ মহড়া শুরু করে। খবর রয়টার্স।

মহড়ায় স্থল, বিমান ও নৌবাহিনীর কয়েক দফা অভিযান পরিচালিত হচ্ছে। এতে ৮০ হাজার সেনা এবং ২০ হাজার বেসামরিক নাগরিক অংশ নিচ্ছে।

রাজধানী কারাকাসের ফোর্ট টিউনা’তে মহড়ার উদ্বোধন করেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভøাদিমির পাদরিনো লোপাজ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে তাদের জাতীয় নিরাপত্তায় হুমকি আখ্যা দিয়েছে। তার মানে এটি আমাদের জন্য আসন্ন একটি বিপদ। আর তাই আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চয়তা দিতে সাংবিধানিক মিশনের অংশ হিসাবে আমাদেরকে জাতীয় বলিভারিয়ান শসস্ত্র বাহিনীকে (এফএএনবি) কাজে লাগাতে হবে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ মহড়াকে স্বাগত জানিয়ে বলেন, সামরিক বাহিনীই তার দেশের নিরাপত্তার সেরা নিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের হুমকির মুখে নিজেদেরকে রক্ষা করা ছাড়া ভেনেজুয়েলার বিকল্প কোনো পথ নেই।

তবে বিরোধীদলীয় নেতারা এ মহড়াকে প্রহসণ আখ্যা দিয়ে একে ভেনেজুয়েলার জনগণের দৃষ্টি অর্থনৈতিক সঙ্কট থেকে অন্যদিকে ফেরানোর চেষ্টা বলে মাদুরোর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

এএইচ/পিআর