ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ

প্রকাশিত: ০৯:৪৫ এএম, ১৫ মার্চ ২০১৫

সৌদি আরবের রাজধানী রিয়াদে দূতাবাসের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তাজনিত কারণে রোববার ও সোমবার দূতাবাসের সব ধরণের সার্ভিস বন্ধ থাকবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। খবর বিবিসি।

বিবৃতিতে বলা হয়, রিয়াদ, জেদ্দা ও দাহরানে সব ধরণের সেবা বন্ধ থাকবে। এছাড়া সৌদি সফরকালে যুক্তরাষ্ট্রের সকল নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশও দেয়া হয়েছে বিবৃতিতে।

জানা গেছে, সৌদি আরবে কর্মরত পশ্চিমা তেল শ্রমিক ও কর্মকর্তারা জঙ্গি হামলার শিকার হতে পারেন এমন আশঙ্কা থেকেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কারা এ হামলা করতে পারে সে ব্যপারে কোন তথ্য দেয়া হয়নি।

এএইচ/পিআর