তুরস্কে নাইটক্লাবে হামলার দায় স্বীকার আইএসের
তুরস্কের একটি নাইটক্লাবে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ভয়াবহ ওই হামলার ঘটনায় কমপক্ষে ৩৯ জন প্রাণ হারিয়েছে।
বর্ষবরণের প্রথমদিন নতুন বছরকে বরণ করে নিতে নাইটক্লাবে জড়ো হওয়া মানুষের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এক বা একাধিক বন্দুকধারী ওই হামলা চালিয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
আইএসের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে, এক বীর সৈনিক ওই হামলা চালিয়েছে। কমপক্ষে ছয় শতাধিক মানুষ বর্ষবরণ উদযাপনের লক্ষ্যে রেইনা নামের ওই নাইটক্লাবে যোগ দিয়েছিল।
গত বছরও তুরস্কে বেশ কয়েকটি ভয়াবহ হামলা চালিয়েছে আইএস। তুরস্ক প্রতিবেশী দেশ সিরিয়া আইএসের বিরুদ্ধে অভিযানে সরাসরি অংশ নিয়েছে। এ কারণে সাম্প্রতিক সময়ে দেশটি আইএসের লক্ষ্যে পরিণত হয়েছে।
প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান জানিয়েছেন, তার দেশের স্থিতিশীলতা নষ্ট করতেই এ হামলা চালানো হয়েছে।
টিটিএন/এমএস