ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

২৫ ফ্ল্যাটের মালিক জাকির নায়েক

প্রকাশিত: ০৭:০৯ এএম, ০১ জানুয়ারি ২০১৭

মহারাষ্ট্রে কমপক্ষে ৩৭টি সম্পত্তির মালিক বিতর্কিত লেখক, বক্তা এবং গবেষক জাকির নায়েক। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএর নতুন তদন্তে এসব তথ্য জানানো হয়েছে।

অলাভজনক সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) ছাড়াও মহারাষ্ট্রে কমপক্ষে ৩৭টি সম্পত্তি রয়েছে জাকির নায়েকের। এর মধ্যে শুধু মুম্বাইতেই ২৫টি ফ্ল্যাট রয়েছে তার। এর বাজার মূল্য ১০০ কোটি ছাড়িয়ে যাবে।

আইআরএফ ছাড়াও মুম্বাইয়ে জাকির নায়েকের বেশ কয়েকটি কার্যালয়ে অভিযান চালিয়েছে এনআইএ। বেআইনি কাজে যুক্ত থাকার অভিযোগে কিছুদিন আগেই আইআরএফ-কে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া জাকির নায়েকের পিস টিভির প্রচারণা বাংলাদেশ এবং ভারত ছাড়াও বেশ কয়েকটি দেশে বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছর ঢাকার গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলা চালানো দুই জঙ্গি টুইটারে জাকির নায়েককে অনুসরণ করতেন। এই তথ্যের ভিত্তিতে জাকির নায়েক এবং তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান শুরু করে এনআইএ।

টিটিএন/আরআইপি

আরও পড়ুন