ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লকভিকে নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্রও

প্রকাশিত: ০৭:৪০ এএম, ১৪ মার্চ ২০১৫

ভারতের মুম্বাই হামলার মূল হোতা তথা মাস্টারমাইন্ড জাকিউর রহমান লকভিকে ইসলামাবাদ হাইকোর্ট মুক্ত করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। এবার সেই ব্যাপারে মুখ খুলল মার্কিন যুক্তরাষ্ট্র। অপরাধীদের বিরুদ্ধে সঠিক বিচার ব্যবস্থা গ্রহণের জন্য পাকিস্তান সরকারকে নজর দেওয়ার কথা জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের তরফ থেকে।

আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জেন সাকি জানিয়েছেন, মুম্বাই হামলার মাস্টারমাইন্ড লকভির আটকের আদেশ স্থগিত হওয়ার বিষয়টি পর্যালোচনা করেছে আমেরিকা। তিনি জানিয়েছেন, পাক-সরকার এ ব্যাপারে অপরাধীদের সঙ্গে সহযোগিতা করেছে।

সাকি বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদ দমন বিষয়ে বারবার সমালোচনার মুখে পড়েছে। তিনি লকভির প্রসঙ্গে আরও বলেছেন, যদিও পাকিস্তানের কোনো আইনি ব্যবস্থাপনায় নাক গলানোর অধিকার নেই আমেরিকার, তবুও এ ব্যাপারে পাকিস্তানের কাছ থেকে সুবিচারের দাবি তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ভারত-পাকিস্তানের মধ্যে বৈঠকের পরেও কিভাবে ইসলামাবাদ আদালত এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, এ ব্যাপারে সাকিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ওপর লকভির ছাড়া পাওয়ার বিষয়টি কেমন প্রভাব ফেলবে সে ব্যপারে কোনো মন্তব্য করতে চাননা, কারণ এটা সম্পূর্ণ দুটি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়।

তবে ২০০৭ সালের সমঝোতা এক্সপ্রেসে বোমা বিস্ফোরণের প্রসঙ্গটিও এড়িয়ে গিয়েছেন সাকি। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে তাঁর কাছে সঠিক কোনো তথ্য নেই।

এর আগে ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে বোমা হামলায় ১৬৬ জন নিহত ও আহত হন প্রায় ৩০০। এ ঘটনার পর থেকে এ হামলায় জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের দিকে আঙুল তুলেছিল ভারত।

বিএ/এমএস