ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পুরুষাঙ্গ প্রতিস্থাপনে প্রথম সফলতা

প্রকাশিত: ০৭:২৯ এএম, ১৪ মার্চ ২০১৫

পুরুষাঙ্গ প্রতিস্থাপনে প্রথম সফল অস্ত্রপাচার করা হলো। এটি একটি অনন্য রেকর্ড বলে ধরে নেয়া হচ্ছে। দক্ষিণ আফ্রিকার একদল বিশেষজ্ঞ ডাক্তার এই সফলতা অর্জন করেন। খবর মিরর।

দীর্ঘ নয় ঘন্টা অস্ত্রপাচারের পর সফল হন তারা। ২১ বছর বয়সী এই রোগী এখন সাধারণ যৌন জীবনযাপন করতে পারবেন।

নাম প্রকাশ না করা এই রোগীর তিন বছর আগে তার লিঙ্গাগ্রচর্মছেদন (সুন্নৎ) করার সময় এই অঙ্গে জটিলতা তৈরী হয়। এরপর তিনি ডাক্তারদের শরণাপন্ন হন। তাকে আরেক ব্যক্তি লিঙ্গ দান করেন।

ডাক্তাররা জানান, এখন তিনি তার লিঙ্গের স্বাভাবিক ব্যবহার করতে পারবেন। এই অস্ত্রোপাচারের নেতৃত্ব দেন অধ্যাপক ড. অ্যান্ড্রি ভ্যান্ডের ম্যারিউ। তিনি বলেন, তিনি টাইগারবার্গ হাসপাতালে এসেছিলেন। আমরা দুই বছর যাবৎ তার চিকিৎসা করছি। এবার চূড়ান্ত সফল হয়েছি। অস্ত্রোপাচারের পর রোগী খুব দ্রুত সুস্থ হয়ে উঠেছেন।

মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয় এর আগেও একবার এমন অস্ত্রেপাচার করা হয়।  সেবার সফলতা আসেনি। দক্ষিণ আফ্রিকার মেডিসিন এন্ড হেলথ সায়েন্সের প্রফেসর জিমি ভোলমিক বলেন, এই পদ্ধতিতে এটা প্রথম কোন সাফল্য।

এমজেড/এআরএস/এমএস/আরআইপি