ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জার্মানির বড় হুমকি ইসলামি সন্ত্রাসবাদ : মেরকেল

প্রকাশিত: ০৮:৪২ এএম, ৩১ ডিসেম্বর ২০১৬

নতুন বছরের বার্তায় জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল বলেছেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইসলামী সন্ত্রাসবাদের মুখোমুখি হয়েছে জার্মানি। বার্লিনে তিউনিশিয়ান আশ্রয়প্রার্থীর ট্রাক হামলার কথা উল্লেখ করে তিনি বলেছেন, যখন কেউ আশ্রয়প্রার্থনা করে সন্ত্রাসী হামলা চালায়; তখন এটা বিরক্তিকর।

জার্মানির এই চ্যান্সেলর বলেন, ২০১৬ সাল ছিল ‘কঠিন পরীক্ষা’র বছর। তবে তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে জার্মানি সব শঙ্কা কাটিয়ে উঠবে।

নতুন বছরের শুভেচ্ছা বার্তায় মেরকেল বলেন, আমাদের কাজ-কর্ম ও জীবন চলছে, আমরা সন্ত্রাসীদের বলছি, তোমরা ঘৃণীত খুনি, কিন্তু তোমরা ঠিক করে দিতে পারো না, আমরা কীভাবে বাস করছি এবং কীভাবে বসবাস করতে চাই। আমরা স্বাধীন, বিবেচক এবং উন্মুক্ত।

দুই সপ্তাহ আগে বার্লিনের ক্রিসমার্স মার্কেটে তিউনিশিয়ান বংশোদ্ভূত আনিস আমরি নামের এক সন্ত্রাসী ট্রাক হামলা চালায়; এতে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটে। বছরের শুরুর দিকে উর্জবুর্গে ট্রেনে আফগান শরণার্থী শিশুর কুঠার হামলায় পাঁচজন আহত হয়। এ ছাড়া আনসবাচের একটি বারের পাশে সিরিয়ান এক শরণার্থী আত্মঘাতী বিস্ফোরণ ঘটালে ১৫ জন আহত হয়।

জার্মানিতে গত ১০ লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে জার্মানি। কিন্তু এসব হামলার পর মেরকেলের শরণার্থী আশ্রয় নীতি নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। সূত্র : বিবিসি।

এসআইএস/এমএস

আরও পড়ুন