ইবোলায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো
ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই পশ্চিম আফ্রিকার বাসিন্দা। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা একথা জানিয়েছে। -খবর এএফপি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, সিয়েরা লিওন, গিনি ও লাইবেরিয়ায় প্রাণঘাতী এই রোগের সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই তিন দেশে ২৪ হাজার ৩৫০ জনের শরীরে ইবোলা ভাইরাস ধরা পড়েছে। এক বছরের বেশি সময় আগে শুরু হওয়া এই মহামারীতে এখন পর্যন্ত ১০ হাজার ৪ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া ইবোলায় আক্রান্ত হয়ে মালিতে ৬ জন, যুক্তরাষ্ট্রে ১ জন ও নাইজেরিয়ায় ৮ জনের মৃত্যু হয়েছে। এই দেশগুলোকে ইবোলামুক্ত ঘোষণা করা হয়েছে।
আরএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ২ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৩ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?
- ৪ ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র
- ৫ ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, বন্ধ হলো প্রাথমিকে সশরীরে ক্লাস