স্বামী ছাড়া বের হওয়ায় আফগান নারীর শিরশ্ছেদ
নিজের স্বামীকে ছাড়া বাইরে বের হওয়ায় আফগানিস্তানে এক নারীর শিরশ্ছেদ করা হয়েছে বলে খবর দিয়েছে ডেইলি মেইল।
তালেবানদের দখলে থাকা সার-ই-পুল রাজ্যের প্রত্যন্ত গ্রাম লুতে এ ঘটনা ঘটছে।
প্রাদেশিক গভর্নর জবিউল্লাহ আমানি পাকিস্তানের নেশন পত্রিকাকে বলেছেন, ৩০ বছর বয়সী এই নারীকে হত্যা করা হয় কারণ তিনি তার স্বামীকে ছাড়া বাইরে বের হয়েছিল। এই নারীর স্বামী ইরানে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
দ্য মিডল ইস্ট প্রেসের খবরে বলা হয়েছে, কেনাকাটা করতে ওই নারী বাজারে গিয়েছিলেন।
তালেবান শাসনে নিকট কোনো পুরুষ আত্মীয়কে সঙ্গে না রেখে নারীরা ঘরের বাইরে বের হতে পারেন না।
কাজ ও শিক্ষাও নিষিদ্ধ করা হয়েছে তাদের জন্য, বাধ্য করা হয় বোরকা পরতেও।
তবে এই নারীকে হত্যার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে তালেবানরা।
চলতি মাসের শুরুর দিকে একটি বিমানবন্দরের ৫ নারী কর্মীকে গুলি করে হত্যা করা হয়।
এনএফ/আরআইপি