ধর্ষণ করেননি ডিমাপুরে জনতার হাতে নিহত ব্যক্তি
ভারতের নাগাল্যান্ড প্রদেশের ডিমাপুরে জেল ভেঙে বের করে মেরে ফেলা ধর্ষণের দায়ে অভিযুক্ত যুবক আদতে সে ধর্ষণ করেননি বলে এবার জানা গেল। বুধবার নাগাল্যান্ড সরকার কেন্দ্রীয় প্রশাসনকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে নিহত যুবকের সাথে পারস্পরিক সম্মতিতেই মিলিত হয়েছিল অভিযোগকারী নাগা যুবতী।
এ বিবৃতির পর স্থানীয় বাংলাভাষী মুসলমানদের বিষয়ে পরিকল্পিত ক্ষোভ তৈরির অভিযোগটি এবার ভালভাবে পায়ের নিচে মাটি পেল বলে মনে করা হচ্ছে।
গত ৫ মার্চ নাগাল্যান্ডের ডিমাপুরে বিক্ষুব্ধ জনতা থানা হেফাজতে থাকা শরিফ খান (৩৫) কে জোর করে ছিনিয়ে এনে পিটিয়ে মেরে ফেলে। তাদের অভিযোগ ছিল শরিফ অনুপ্রবেশকারী বাংলাদেশী।
কিন্তু পরবর্তীতে প্রশাসন নিশ্চিত হয় শরিফ ডিমাপুরেরই স্থানীয় এক সামরিক পরিবারের ছেলে।
বিচারাধীন থাকার সময় অভিযোগকারী ও অভিযুক্তের ফরেনসিক নমুনা পরীক্ষার জন্য গুয়াহাটি পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট পাওয়ার পরই রাজ্য সরকার এই বিবৃতি দিয়েছে।
বিচারধীন ব্যক্তিকে জেল ভেঙে বের করে এনে মেরে ফেলার অপরাধে এখন পর্যন্ত ৪৭ জনকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে।
এসআরজে