ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাজ্যে বাংলাদেশিকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৩:০১ পিএম, ১১ মার্চ ২০১৫

যুক্তরাজ্যের পশ্চিম ইয়র্কশায়ারের লিডস শহরে সোহেল হোসেন (৩৩) নামের এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করা হয়েছে। লিডসের বাঙালি অধ্যুষিত মার্কাম এভিনিউর হেয়ারনেস এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিদ্ধ হবার পর সোহেল প্রাণ বাঁচাতে পার্শ্ববতী একটি গ্রোসারি শপে আশ্রয় নেন। সঙ্গে সঙ্গে এ্যাম্বুলেন্স ডেকে তাকে লিডস জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের ডেপুটি চীফ ইন্সপেক্টর স্টিফেন জানান, সোমবার রাত সাড়ে নয়টা সোহেলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। পুলিশ এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে। ঘটনাস্থলের পাশ্ববর্তী একটি রোড থেকে সোহেলের গাড়ী উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, গাড়ীতে থাকা অবস্থায় সোহেলকে গুলি করা হয়। সোহেলের পিতা মান্নান হোসেন একজন ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে লিডসে শহরে বসবাস করছেন।  তার বাংলাদেশে গ্রামের বাড়ি সিলেটের বিয়ানী বাজারে। এ ঘটনায় লিডস প্রবাসী বাংলাদেশীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এএইচ/আরআই