রাডার থেকে অদৃশ্য রুশ সামরিক বিমান
উড্ডয়নের কিছুক্ষণ পরেই রাডার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে রাশিয়ার একটি সামরিক বিমানের। দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
টিইউ-১৫৪ নামের ওই বিমানটিতে ৭০ থেকে ১০০ জন আরোহী ছিলেন বলে জানানো হয়েছে।
অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিমানটি সিরিয়ার লাটাকিয়া প্রদেশে যাচ্ছিল। তবে রুশ কর্মকর্তারা এ নিয়ে কোনো মন্তব্য করেননি।
ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, উড্ডয়নের মাত্র ২০ মিনিট পরেই রাডারের সঙ্গে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার সময় বিমানটিতে সামরিক বাহিনীর একটি মিউজিক ব্যান্ড এবং বেশ কয়েকজন রিপোর্টার ছিলেন। রাষ্ট্রীয় টিভি চ্যানেল রোশিয়া২৪ জানিয়েছে, নিখোঁজ বিমানটি খুঁজে বের করতে ইতোমধ্যেই তল্লাশি শুরু হয়েছে।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ার পক্ষে ছিলেন ম্যারকেল, করেছিলেন ন্যাটোতে ইউক্রেনের বিরোধিতাও
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ নভেম্বর ২০২৪
- ৩ তুরস্কে গুলি চালিয়ে ৭ জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা
- ৪ কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের
- ৫ যুক্তরাষ্ট্রের সমন জারির পর এবার ভারতের আদালতে আদানির বিরুদ্ধে মামলা