ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফিলিপাইনের ক্যাথলিক গির্জায় বিস্ফোরণে ১৬ জন আহত

প্রকাশিত: ০৫:১১ এএম, ২৫ ডিসেম্বর ২০১৬

বড়দিনের প্রাক্কালে ফিলিপাইনের একটি ক্যাথলিক গির্জায় বিস্ফোরণের ঘটনায় ১৬ জন আহত হয়েছে। শনিবার দক্ষিণাঞ্চলীয় মিনদানাও দ্বীপের একটি গির্জায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এক পাদ্রী এবং এক পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বড়দিন এবং নতুন বছরের শুরুতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা সম্পর্কে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার পুলিশ জানিয়েছে, তারা বেশ কিছু বোমা হামলার পরিকল্পনা ভেস্তে দিয়েছে। এদিকে, মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনী বেশ কয়েকজন সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে।

মিনদানাওয়ের ওই গির্জায় হামলার ঘটনায় এখনো পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। তবে ওই প্রদেশে এর আগে বেশ কয়েকটি হামলার ঘটনার সঙ্গে জড়িত ছিল বেশ কিছু ইসলামি সংগঠন।

মিডসায়া শহরের পুলিশ প্রধান জানিয়েছেন, স্টো নিনো পারিস গির্জার বাইরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। 

টিটিএন/এমএস

আরও পড়ুন