ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি শ্রীলঙ্কায়

প্রকাশিত: ০৪:৫০ এএম, ২৫ ডিসেম্বর ২০১৬

শ্রীলঙ্কা সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। দেশটির দাবি এখন পর্যন্ত বানানো বিশ্বের সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি এটি।

রাজধানী কলম্বোতে বানানো ওই ক্রিসমাস ট্রি ৭৩ মিটার (২৩৮ ফুট) লম্বা। এই ক্রিসমাস ট্রি নির্মাণকারী প্রতিষ্ঠান জানিয়েছে, সবচেয়ে বড় ক্রিসমাস ট্রির রেকর্ড অর্জন করা ক্রিসমাস ট্রির চেয়েও ১৮ মিটার লম্বা এটি।

শনিবার এক ঘোষণায় আয়োজকরা জানিয়েছেন, চীনের একটি প্রতিষ্ঠানের তৈরি ৫৫ মিটার (১৮০ ফুট) লম্বা ক্রিসমাস ট্রির রেকর্ড ছাড়িয়ে যাবে তাদের ক্রিসমাস ট্রি। গত বছর গিনেজ ওয়াল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছিল চীনের গুয়াংঝৌও শহরে তৈরি একটি ক্রিসমাস ট্রি।

শ্রীলঙ্কার তরফ থেকে গিনেজ বুকে আবেদন জানানো হয়েছে। সংস্থাটি প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রমাণাদি যাচাই বাছাই করে তাদের সিদ্ধান্ত জানাবে।

টিটিএন/এমএস

আরও পড়ুন