ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যত্রতত্র মূত্র প্রতিরোধে নিউটনের ৩য় সূত্র

প্রকাশিত: ০২:৪৯ এএম, ১১ মার্চ ২০১৫

উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে যত্রতত্র মূত্রত্যাগ একটা সমস্যা বটে। একদিকে পরিবেশের নাভিঃশ্বাস উঠছে, আরেকদিকে বাড়ছে রোগ জীবাণু। সচেতনতা চালানো হলেও কাজে আসছে না কোনো উদ্যোগই। তবে এবার তার সমাধান দেখালো জার্মানি। মূত্রকাণ্ড ঠেকাতে রীতিমতো নিউটনের তৃতীয় সূত্রের শরণাপন্ন হয়েছে দেশটি।

হামবুর্গের দেয়ালগুলোতে স্প্রে করা হয়েছে ‘আলট্রা এভার ড্রাই লিকুইড’। এটাকে বলে ‘হাইড্রোফোবিক কোটিং’। এতে করে দেয়ালের উপরিভাগটা কাজ করবে স্প্রিংয়ের মতো। দেয়ালে প্রসাব করলেই নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ওই প্রস্রাব ছুটে আসবে ব্যক্তির দিকে।

হামবুর্গ শহরের সেন্ট পাওলি জার্মানির বিখ্যাত রেড লাইট অঞ্চলগুলোর একটি। বছরে প্রায় ২ কোটি পর্যটকের আনাগোনা এখানে। যত্রতত্র মূত্রত্যাগ করে পুরো এলাকাটিকে তারা বানিয়ে ফেলেছিল প্রস্রাবখানা। ক্ষণে ক্ষণেই নাক ঢাকতে হয় সভ্য পর্যটকদের।

সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নিয়েও ঠেকানো যায়নি এ কর্ম। সেজন্যই এলো এ প্রযুক্তি। নতুন এই প্রযুক্তি ব্যবহার করে ভালো ফল পাচ্ছে সেন্ট পাওলি প্রশাসন। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘যে ব্যক্তি দেওয়ালে একবার প্রস্রাব করেছে, দ্বিতীয়বার সে ভুল করেও আর ওই দেয়ালের দিকে যাচ্ছে না। কারণ তা ছিটকে এসে নষ্ট করে দিচ্ছে তার পোশাক।’ হাফিংটন পোস্ট। সূত্র : ইন্টারনেট

এসএইচএ/আরআইপি