ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মুসলিম অভিবাসী নিষিদ্ধের সিদ্ধান্তকে সঠিক বললেন ট্রাম্প

প্রকাশিত: ০৯:২৯ এএম, ২২ ডিসেম্বর ২০১৬

মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জার্মানির বার্লিন শহর এবং তুরস্কের আঙ্কারায় রাশিয়ার রাষ্ট্রদূতকে খুনের ঘটনা এটা প্রমাণ করে যে তার ধারণাই ঠিক।

এর আগে নির্বাচনী প্রচারণায় তিনি যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন। ওই কথার রেশ ধরেই ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে মুসলিম শরণার্থীদের প্রবেশ নিষিদ্ধ করার বিষয়ে তার সিদ্ধান্তই সঠিক।

বার্লিনে হামলা চালানো ব্যক্তি তিউনিসিয়ার নাগরিক। সে অস্থায়ীভাবে একজন শরণার্থী হিসেবে দেশটিতে প্রবেশ করেছেন।

যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসীদের সংখ্যা কমানোর বিষয়েও প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। সাংবাদিকদের কাছে ট্রাম্প জানান যা ঘটছে তা সত্যিই খুব ভয়ানক।

বার্লিনে লরি চালিয়ে হামলার ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। দায় স্বীকার করে আইএস জানিয়েছে, তাদের এক সাহসী যোদ্ধা ওই হামলা চালিয়েছে। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, সরাসরি আইএস ওই হামলা চালিয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

টিটিএন/জেআই

আরও পড়ুন