কিডনি দিয়ে মুসলিম নারীর জীবন বাঁচালেন বিশপ
নতুন জীবন পেলেন ভারতের কেরালা অঙ্গরাজ্যের এক মুসলিম নারী। নিজের কিডনি দিয়ে ওই নারী যিনি বাঁচিয়েছেন তিনি হলেন বিশপ শিবু ইয়োহান্নান।
তিন বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন ত্রিশূরের বাসিন্দা ২৯ বছর বয়সী কাইরুন্নিসা। এক সন্তানের মা তিনি। কিডনি দাতার খোঁজে খবরের কাগজেও বিজ্ঞাপন দিয়েছিলেন। তবে তাকে কিডনি দিতে পারবে এমন একটা মানুষেরও সন্ধান পাচ্ছিলেন না তিনি।
দেড় বছর ধরে তার চিকিৎসা চলছিল। সম্প্রতি ওয়ান্দ জেলার একটি গির্জার বিশপ ৩৯ বছর বয়সী শিবু ইয়োহান্নান কাইরুন্নিসার জীবন বাঁচাতে তাকে কিডনি দিতে এগিয়ে আসেন।
ডাক্তারি পরীক্ষা শেষে বুধবার কেচির ভিপিএস লেকশোর হাসপাতালে কাইরুন্নিসার কিডনি প্রতিস্থাপন করা হয়। উদার চরিত্রের জন্য নিজের এলাকায় বেশ নাম ডাক আছে বিশপ ইয়োহান্নানের। চাঁদা তুলে ক্যান্সার রোগীদের জন্য প্রায় ২৫ লক্ষ টাকা জড়ো করেছেন তিনি।
ত্রিশূরের বিশপ ডেভিস চিরামেলের কাছ থেকে অনুপ্রাণিত হয়েই কিডনি দানে উৎসাহিত হয়েছেন বলে জানান তিনি। পাঁচ বছর আগে কিডনি দিয়ে সম্পূর্ণ অপরিচিত এক ব্যক্তির প্রাণ বাঁচিয়েছিলেন ডেভিস চিরামেল।
টিটিএন/আরআইপি