ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

স্বর্ণের দাম কমার রেকর্ড

প্রকাশিত: ০৬:৪৭ এএম, ১০ মার্চ ২০১৫

আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি ২৪ ডলার কমেছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের ইতিবাচক খবর আসায় ডলার ক্রমাগত শক্তিশালী হচ্ছে, আর এতে স্বর্ণের দাম কমছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর রয়টার্সের

সোমবার স্বর্ণের দাম সামান্য বেড়ে হয় আউন্সপ্রতি এক হাজার ১৭৩.১৯ ডলার। যেখানে গত শুক্রবার দাম ছিল এক হাজার ১৯৭.১১ ডলার। অর্থাৎ সোমবার দাম বাড়লেও শুক্রবারের চেয়ে এখনো ২৪ ডলার বা ৩ শতাংশ কম রয়েছে। এ দাম গত ১ ডিসেম্বর থেকে সর্বনিম্ন।

আইএনটিএল এফসিস্টোনের বিশ্লেষক অ্যাডওয়ার্ড মেয়ার বলেন, `যুক্তরাষ্ট্রের ইতিবাচক অর্থনৈতিক খবরে ডলার ক্রমাগত শক্তিশালী হচ্ছে। যার প্রভাব পড়ছে পণ্যবাজারে। বিশেষ করে ডলার শক্তিশালী হওয়ায় স্বর্ণের দাম কমেছে। এবং সোনার দাম আরো কমে এক হাজার ১৪১ ডলারে নামতে পারে।`

এএনজেডের পণ্য বিশ্লেষক ভিক্টর থিয়ানপিরিয়া বলেন, `সোনার দাম কমে আগামী তিন মাস এক হাজার ১০০ ডলারে নামতে পারে।

আরআইপি