ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জুরিখে মসজিদে ঢুকে তিনজনকে গুলি

প্রকাশিত: ০৪:৫৭ এএম, ২০ ডিসেম্বর ২০১৬

সুইজারল্যান্ডের জুরিখে একটি মসজিদে ঢুকে এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় চালানো এই হামলার সময় মসজিদটিতে নামাজ পড়ছিলেন অনেকে।

সুইস পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।

হামলার পর ঘটনাস্থল থেকে পুলিশ কিছু আলামত সংগ্রহ করেছে। তবে কী কারণে এ হামলা চালানা হয়েছে সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে রাজি না তারা।

গুলিবিদ্ধ তিনজনের মধ্যে দু’জন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।     

হামলাকারীর বয়স আনুমানিক ৩০ হতে পারে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।

ওই মসজিদে নিয়মিত নামাজ পড়েন এমন এক ব্যক্তি হলেন সোমালিয়ার আবুবকর অবশিরো। তিনি বলেছেন, সেখানে আগে এ ধরনের কোনো সমস্যা ছিল না।

সুইজারল্যান্ডের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশই খ্রিষ্টান। তবে সাবেক যুগোস্লোভিয়া থেকে আগত অভিবাসীদের কারণে সেখানে মুসলমানদের সংখ্যা বাড়ছে।

এদিকে স্থানীয় সময় সোমবার রাতেই জার্মানির বার্লিনে ক্রিসমাস মার্কেটে লরি ঢুকে পড়ার পর ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ বলছে, তাদের ধারণা এটি ইচ্ছাকৃত হামলা।

এনএফ/পিআর

আরও পড়ুন