ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তুরস্কে রাশিয়ার রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৬

তুরস্কের রাজধানী আঙ্কারায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। সোমবার আঙ্কারার একটি আলোকচিত্র প্রদর্শনীতে এ হামলার ঘটনা ঘটে।

‘‘তুরস্কে রাশিয়াকে যেভাবে দেখা হয়’’ শিরোনামে ওই আলোকচিত্র প্রদর্শনীতে অতিথি ছিলেন কারলভ। মস্কোতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

তুর্কি গণমাধাম জানিয়েছে, প্রদর্শনীতে ভাষণ দেয়ার সময় বন্দুকধারী সিরিয়ার আলেপ্পো শহর সম্পর্কে কিছু বলে চিৎকার করে এবং কারলভের ওপর গুলি ছোঁড়ে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রকাশিত ছবিতে দেখা যায়, প্রদর্শনীর গ্যালারির মেঝেতে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে রাষ্ট্রদূতের নিথর দেহ। পাশেই অস্ত্র হাতে দেখা যাচ্ছে বন্দুকধারীকে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই সন্ত্রাসবাদী আক্রমণ তারা সহ্য করবে না।

তবে ওই বন্দুকধারীর নাম জানা যায়নি। এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

সিরিয়ায় রাশিয়ার সামরিক হামলার বিরুদ্ধে আঙ্কারায় বিক্ষোভের একদিন পর নিহত হলেন কারলভ।

বিএ